ইংলিশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে থাকা শেফিল্ড ইউনাইটেড হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেছে। টানা তিন ম্যাচে হার তাদের প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে করে অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা।
সবশেষ ম্যাচে নিজেদের মাঠে প্লিমাউথ আর্গাইলের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় শেফিল্ড ইউনাইটেড। যদিও ম্যাচের শুরুতে জেসেরুন রাক-সাকি’র গোলে এগিয়ে যায় তারা, তবে দ্বিতীয়ার্ধে মোহাম্মদ তিজানি ও রায়ান হার্ডির গোলে জয় পায় অতিথি দল।
এর আগে অক্সফোর্ড ইউনাইটেড ও মিলওয়ালের বিপক্ষেও ১-০ ব্যবধানে হারে ক্রিস ওয়াইল্ডারের শিষ্যরা। ফলে, শীর্ষ দুইয়ে থেকে সরাসরি প্রিমিয়ার লিগে উঠার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে গেছে শেফিল্ডের জন্য।
বর্তমানে ৮৩ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে, যেখানে সমান ম্যাচ খেলে লিডস ইউনাইটেড ও বার্নলি শীর্ষে অবস্থান করছে ৮৮ পয়েন্টে। শেষ পাঁচ ম্যাচে নিজেদের সেরা দুইয়ের মধ্যে না রাখতে পারলে প্লে-অফ খেলে লড়াই করতে হবে প্রিমিয়ার লিগে উঠার জন্য।
এদিকে, চলতি মৌসুমে লোনে শেফিল্ড ইউনাইটেডে খেললেও, মৌসুম শেষে মূল দল লেস্টার সিটিতে ফিরে যাবেন হামজা চৌধুরী। তবে প্রিমিয়ার লিগে টিকে থাকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে লেস্টারের জন্য। বর্তমানে তারা ৩২ ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে ১৯তম স্থানে। এই অবস্থায় অবনমন এড়ানো তাদের জন্য কঠিনই বলা যায়।
আপনার মতামত লিখুন :