ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর এ জয়ে বড় অবদান রেখেছে দুই ওপেনার ফিল সল্ট এবং বিরাট কোহলি।
আজ রোববার (১৩ এপ্রিল) স্বামী মানসিংহ স্টেডিয়ামে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার।
টস হেরে ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট আর ১৫ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালুরু।
নির্দিষ্ট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে ব্যাঙ্গালুরু। দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি মিলে গড়েন ৯২ রানের জুটি। মূলত এখানেই জয়ের ভিত তৈরি হয়ে যায়।
ইনিংসের ৮.৪তম ওভারে ৩৩ বলে ৬৫ রান করে সাজঘরে ফেরেন সল্ট। ইনিংসের বাকি সময় কোহলিকে সঙ্গ দেন দেবদূত পাডিক্কল। শেষ পর্যন্ত বিরাট কোহলির ৪৫ বলে ৬২ এবং পাডিক্কলের ২৮ বলে ৪০ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু।
এর আগে ব্যাট করে ওপেনার জশ্বশ্রী জয়শালের ৪৭ বলে ৭৫ রানে ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখে রাজস্থান। তবে দলের বাকি ব্যাটাররা তেমন কোন কার্যকরী ইনিংস খেলতে না পারায় শেষ পর্যন্ত ১৭৩ রানে থামে রাজস্থানের ইনিংস।
এ জয়ে ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে ব্যাঙ্গালুরু। অপরদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে রাজস্থান।