মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১০:১৯ এএম

banner

ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ চারে নিউক্যাসল

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১০:১৯ এএম

ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ চারে নিউক্যাসল

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ চারে উঠে এসেছে নিউক্যাসল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে জয়হীন ইউনাইটেড।

রোববার (১৩ এপ্রিল) নিউক্যাসলের মাঠে ৪-১ গোলে উড়ে যায় রেড ডেভিলরা।

এবারের মৌসুমটা ভুলে যেতে চাইবে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা। চলতি মৌসুমে খুবই বাজে খেলছে তারা। লিগে ৩২ ম্যাচ খেলে ১৪তম হারের দেখা পেল ইউনাইটেড। আছে ১৪তম স্থানে। অপরদিকে এবারের মৌসুমে উড়ছে নিউক্যাসল। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে দ্য ম্যাগপাইসরা।

নিউক্যাসলের বিপক্ষে নিজেদের ভুলেই তিনটি গোল হজম করেছে ইউনাইটেড। ২৪তম মিনিটে মাঝ মাঠ থেকে বল হারায় ইউনাইটেড। সেই বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক পাস তোনালিকে দেন ইসাক। বল পেয়ে দারুণ এক গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন তোনালি। চলতি মৌসুমে লিগে এই ইতালিয়ানের এটি পঞ্চম গোল।

তবে প্রথম হাফেই সমতায় ফেরে ম্যানইউ। ৩৭তম মিনিটে দালতের পাস পেয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা গারনাচো। তবে দ্বিতীয় হাফ পুরোটাই খেলেছে নিউক্যাসল। ৪৯তম মিনিটে হার্ভে বার্নস নিউক্যাসলকে আবারও লিড এনে দেন।

৬৪তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগান বার্নস। নিজেদের সীমানায় ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মাজরাউই পিছলে পড়ে গেলে বল পেয়ে যান বার্নস। ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ইংলিশ উইঙ্গার। ৭৭তম মিনিটে ইউনাইটেডের গোলরক্ষকের ভুলে আরও এক গোল হজম করে তারা। ইউনাইটেডের গোলরক্ষক আলতাই বেইন্দির সতীর্থকে খুঁজে নেয়ার চেষ্টায় বল তুলে দেন জোয়েলিন্তনের পায়ে। তার হেড পাস পেয়ে আত্মবিশ্বাসী শটে দলকে বড় জয়ের পথে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিমারেস।

এবারের লিগ কাপ চ্যাম্পিয়ন নিউক্যাসল ইউনাইটেড সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেল। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার খুব ভালো সুযোগ আছে তাদের।

আরবি/এসবি

Link copied!