অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হলো বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের। আর এই অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন এই টাইগার স্পিনার। নিজের প্রথম ম্যাচেই কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে নিয়েছেন তিন উইকেট।
রোববার (১৩ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৭৯ রানের বড় জয় পেয়েছে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। আর এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে দলটি।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ২১৯ রানের বড় পুঁজি পায় লাহোর। লাহোরের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ফখর জামান। এছাড়াও শেষদিকে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস খেলেন ১৯ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস।
এদিন ব্যাট হাতে নামার সুযোগ পান রিশাদ হোসেনও। শেষ দিকে ব্যাট করতে নেমে ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন এই টাইগার লেগ স্পিনার।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় কোয়েটার ব্যাটাররা। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই ৩ উইকেট হারায় দলটি। তবে সেই চাপ সামাল দেন কুশাল মেন্ডিজ ও রাইলি রুশো মিলে। দলীয় ৫৪ রানে কুশারের বিদায়ের পর রুশোকে সঙ্গ দিতে আসেন অভিজ্ঞ শোয়েব মালিক।
তখনই বল করতে এসে নিজের ‘ম্যাজিক’ দেখান রিশাদ। ১৯ বলে ৪৪ রান করা রুশোকে দেখান সাজঘরের পথ। এরপর এক এক করে তুলে নেন আরও ২টি উইকেট।
এদিন ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রিশাদ হোসেন।
উল্লেখ্য, মঙ্গলবার ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে করাচি কিংসের মুখোমুখি হবে রিশাদের দল।
আপনার মতামত লিখুন :