ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপার দৌড়ে এমনিতেই এগিয়ে আছে লিভারপুল। তাদের ধারে কাছেও নেই কোন দল। এবার ওয়েস্ট হামের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পাওয়া নাটকীয় জয়ে শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে গিয়েছে ‘অল রেডরা’।
রোববার (১৩ এপ্রিল) ওয়েস্ট হামের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লিভারপুল। এখন অল রেডসের দরকার ৬ ম্যাচে ৬ পয়েন্ট।
অ্যানফিল্ডে এদিন শুরু থেকেই অলআউট আক্রমণে যায় লিভারপুল। যার ফল আসে ১৮তম মিনিটে। এসময় মোহাম্মদ সালাহর করা অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান লুইস দিয়াজ। প্রথমার্ধের বাকি সময়েও দাপট দেখা গেছে সালাহদের। তবে শেষ পর্যন্ত কোনো দলই গোল পায়নি।
বিরতির পর বেশ কয়েকটি সুযোগ আসে লিভারপুলের। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি সালাহ-দিয়াজরা। উল্টো ম্যাচের শেষ দিকে রবার্টসনের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ওয়েস্ট হাম।
তবে নাটক তখনও শেষ হয়নি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার ১ মিনিট আগে গোল করে দলকে জয় এনে দেন লিভারপুল ডিফেন্ডার ভ্যান ডাইক। ৮৯তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল জালে জড়ান ‘রেডদের’ অধিনায়ক। এই গোল লিভারপুলের জয় নিশ্চিত করার পাশাপাশি শিরোপার আরেকটু কাছাকাছি নিয়ে এলো।
এই জয়ের পর লিভারপুলের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৩। আর ৬ পয়েন্ট পেলে শিরোপা হাতে উঠবে লিভারপুল কোচ আর্নে স্লটের হাতে।