ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মেসি ‘ম্যাজিক’ থেমে গেল ক্রসবারে, ড্র নিয়েই মাঠ ছাড়ল মায়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০২:৫৬ পিএম
দু’বার ক্রসবার কাঁপিয়েও গোল পাননি মেসি ।। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগো এফসির বিপক্ষে একাধিকবার ক্রসবার কাঁপালেও গোলের দেখা পায়নি লিওনেল মেসি। আর মেসির এমন দুর্ভাগ্যের দিনে জয়ের দেখা পায়নি ইন্টার মায়ামি।

সোমবার (১৪ এপ্রিল) শিকাগো এফসির আতিথ্য নেয় লিওনেল মেসির ইন্টার মায়ামি। যেখানে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের। এর আগে টরেন্টোর এফসির বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছিল হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।

এদিন শুরু থেকেই একাধিক সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। তবে ভাগ্য এদিন তার সহায় ছিল না। ফ্রি–কিক থেকে দুবার শট কাঁপিয়ে দিয়েছিল ক্রসবার। তাও ভেদ হয়নি শিকাগোর জাল। ফলে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে মায়ামিরও।

ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান মেসি। কিন্তু বক্সের বাইরে থেকে মেসির শট কোনোভাবে ঠেকান শিকাগো গোলরক্ষক ক্রিস ব্রাডি।

এরপর মেসি ও মায়ামির একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। একাধিকবার কাছাকাছি গিয়ে গোলবঞ্চিত থেকেছে স্বাগতিক শিকাগোও। বিরতির পর দুই দলই বেশকিছু পরিবর্তন করে। তবুও গোল করতে পারেনি কোনো দল।

এদিন ৬৩তম মিনিটে ডি-বক্সর বাইরে থেকে ফ্রি-কিক নেন লিওনেল মেসি। তবে তার নেওয়া জোরালো শটটি শিকাগো গোলরক্ষকের আঙুলে লেগে প্রতিহত হয় ক্রসবারে।

ম্যাচের শেষদিকে আরও একবার সুযোগ আসে মিয়ামির কাছে। তবে এবারও ভাগ্যের কাছে হার মানতে হয়েছে তাদের। ডান প্রান্ত থেকে মেসির নেওয়া ফ্রি-কিক এবারও ঠেকিয়ে দেয় ক্রসবার। শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি আর কোন দলই। ফলে গোল শূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দু’দলকে।

টানা দু্ই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে মায়ামির পয়েন্ট ১৫। ওপরে থাকা তিনটি দলই অবশ্য মায়ামির চেয়ে একটি করে ম্যাচ বেশি খেলেছে। শীর্ষে কলম্বাসের পয়েন্ট ৮ ম্যাচে ১৮। এই কলম্বাসের বিপক্ষেই ১৯ এপ্রিল রাতে পরের ম্যাচ খেলবে মায়ামি।