বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৩:২৫ পিএম

banner

অবিশ্বাস্য জয়ের দিনে দুই টাইগ্রেসের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৩:২৫ পিএম

অবিশ্বাস্য জয়ের দিনে দুই টাইগ্রেসের অনন্য রেকর্ড

টাইগ্রেস রিতু মণি ও নাহিদা আক্তার ।। ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর এমন অবিশ্বাস্য জয়ের দিনে জোড়া রেকর্ড গড়েছেন দুই টাইগ্রেস রিতু মণি ও নাহিদা আক্তার।

গতকাল রোববার (১৩ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে লাহোরে খেলতে নামে বাংলাদেশ। এদিন আইরিশদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগ্রেসদের।

দলীয় ১০০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিগার সুলতানা জ্যোতির দল। এরপরই দলের হাল ধরেন রিতু মণি। দলকে জয়ের বন্দরে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান এই টাইগ্রেস।

শেষ দশ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫৯ রান, হাতে ছিল মাত্র ৪ উইকেট। এমন কঠিন পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান রিতু এবং নাহিদা আক্তার। দুজনের অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি বদলে দেয় ম্যাচের রূপরেখা।

মাত্র ৩৪ বল খেলে এই রান তুলে ফেলেন তারা, যার মধ্যে রিতুর স্ট্রাইক রেট ছিল ২০০! এই জুটি শুধু ম্যাচ জেতানোতেই থেমে থাকেনি, গড়েছে বিশ্বরেকর্ডও।

রান তাড়ায় নেমে নবম উইকেটে ৫০-এর বেশি রানের জুটি গড়ে জয় এনে দেওয়া—নারী ওয়ানডে ইতিহাসে এটিই প্রথম।

এর আগে পাকিস্তানের নিদা দার ও দিয়ানা বেগ নবম উইকেটে ৬০ রানের জুটি গড়লেও দলকে জেতাতে পারেননি, হেরেছিলেন মাত্র ৩ রানে।

বাংলাদেশ এবং এশিয়ান ক্রিকেটের সাপেক্ষেও রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার। এশিয়ান নারী দলগুলোর মধ্যে নবম উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটি রিতু এবং নাহিদার ৫৪ রান। শীর্ষে আছে রাধা ইয়াদাভ এবং সায়মা ঠাকুরের ৭০ রানের জুটি।

বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে নবম উইকেটে সবচেয়ে বড় জুটিটিও এখন রিতু ও নাহিদার দখলে। আর এই জয়ের মাধ্যমেই বাংলাদেশ গড়েছে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার ম্যাচ জয়ের রেকর্ড।

আরবি/আরডি

Link copied!