ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি মৌসুম ভালো যাচ্ছে না পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে জয় পেলেও পরবর্তীতে আর একটি ম্যাচও জিততে পারেনি তারা।
প্রথম ম্যাচ জয়ের পর রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে চার ম্যাচ হেরেছিল চেন্নাই। এরপর রুতুরাজের ইনজুরিতে পরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকে।
তবে তাতেও কাজ হয়নি। চেন্নাইয়ের সমর্থকরা ধোনির নেতৃত্ব পাওয়ার আশায় বুক বেঁধেছিল। তবে সেই আশা ভেঙেছে কলকাতার সাথে লজ্জ্বার হারের পর। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এমনকি দলে তার উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এবার এসব নিয়ে মুখ খুলেছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং।
চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং এমন প্রশ্ন নিয়ে বলেছেন, ধোনির কাছে কোনো জাদুর কাঠি নেই। সে জ্যোতিষী নয়।
তিনি বলেন, `দলে তার (ধোনির) প্রভাব সর্বদাই লক্ষণীয় থাকবে। কিন্তু সে জ্যোতিষী নয়, তার কাছে কোন জাদুর কাঠি নেই। সে শুধু একা এটাকে ঘষতে পারে না, যদি পারত তাহলে সে আগেই এটা বের করে আনত।`
এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় সম্পর্কে ফ্লেমিং বলেন, ` আমাদের অবশ্যই ছোট ছোট ধাপে এগিয়ে যেতে হবে। তিনটি বিভাগেই আরও ভালো হওয়ার জন্য কাজ চালিয়ে যেতে হবে। তারপরে আপনি প্রতিদ্বন্দ্বিতা শুরু করবেন। আমি মনে করি বিশেষ করে শেষ খেলায় হতাশাজনক দিকটি ছিল আমাদের প্রতিদ্বন্দ্বিতার অভাব ছিল যা আমাকে অনেক কষ্ট দিয়েছে।`
টানা হারে বিপর্যস্ত কোচ আরও বলেন, `এটা এমন একটা পরিস্থিতি যেখানে আমরা ধোনির সঙ্গে মিলে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করেছি। আমরা উভয়ই ক্রিকেট ক্যারিয়ারে এমন পরিস্থিতিতে পড়েছি যেখানে ঘুরে দাঁড়াতে প্রচুর শক্তির প্রয়োজন হয় এবং আমাদের নিশ্চিত করতে হবে যে শক্তিটি সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে।`
আপনার মতামত লিখুন :