ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জাতীয় দলের কারও সঙ্গে দ্বন্দ্ব নেই: ফাহমিদুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৪:৩৮ পিএম
জাতীয় দলের কারও সঙ্গে দ্বন্দ্ব নেই: ফাহমিদুল
বাংলাদেশি বংশোদ্ভুত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলাম ।। ছবি: সংগৃহীত

সম্প্রতি জাতীয় দলে অভিষেক নিয়ে গণমাধ্যমে নানা গুঞ্জন উঠেছে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে। গুঞ্জন ওঠে জাতীয় দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড়ের সাথে দ্বন্দ্বের জেরেই ভারতের বিপক্ষে অভিষেক হয়নি এই ফুটবলারের। তবে বিষয়টি উঠিয়ে দিয়েছেন ফাহমিদুল নিজেই।

জাতীয় দলের কারো সঙ্গে তার দ্বন্দ্ব নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বরং অধিনায়ক জামাল ভূঁইয়াসহ সিনিয়র খেলোয়াড়দের সাথে তার নিয়মিত যোগাযোগ হয় বলেও তিনি জানিয়েছেন।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন ফাহমিদুল। স্কোয়াডে ডাক পেয়ে দুবাইতে অনুশীলন ক্যাম্পেও দলের সাথেও যোগ দিয়েছিলেন তিনি। সেখানে দুর্দান্ত করেছেন এই তরুণ ফরোয়ার্ড।

তবে শেষ পর্যন্ত মূল দলে জায়গা হয়নি ফাহমিদুলের। গুঞ্জন আছে, সিন্ডিকেটের শিকার হয়ে বাদ পড়েন তিনি। সেই সিন্ডিকেটে জাতীয় দলের কয়েকজন ফুটবলারও নাকি রয়েছেন। যদি তা-ই হয়, তবে সেই ফুটবলারদের সঙ্গে ফাহমিদুলের সম্পর্কে টানাপোড়েন হওয়ারই কথা।

স্বাভাবিকভাবেই এই বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশের ফুটবল ভক্তরা। ফাহমিদুলের দলে অন্তর্ভুক্তি নিয়ে আন্দোলনও করেছিলেন তারা।

তবে সেই ইস্যুর সাথে বাস্তবে কোন মিল নেই বলে জানিয়েছেন ফাহমিদুল নিজেই। এ নিয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে মিস করি। সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক। এখনও মাঝেমাঝে কথা বলি। ওইদিন জামাল ভাইয়ের জন্মদিন ছিল, শুভকামনা জানাইছি। আল্লাহপাক যদি চান, তাদের সঙ্গে খেলব ইনশাল্লাহ।’

ফাহমিদুল আরও বলেন, ‘বাংলাদেশি ফুটবল দর্শকদের ধন্যবাদ। তারা আমাকে অনেক সাপোর্ট করছে। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ভালো খেলতে।’

প্রসঙ্গত, আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। সূত্র বলছে, এ ম্যাচে এই তরুণ তুর্কির অভিষেকের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে টিম ম্যানেজমেন্ট।