বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৫:৫২ পিএম

banner
পিএসএল

দলকে জিতিয়ে ‘হেয়ার ড্রায়ার’ উপহার পেলেন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৫:৫২ পিএম

দলকে জিতিয়ে ‘হেয়ার ড্রায়ার’ উপহার পেলেন ক্রিকেটার

পিএসএলে হেয়ার ড্রায়ার পুরস্কার ।। ছবি: সংগৃহীত

পাকিস্তান প্রিমিয়ার লিগে টুর্নামেন্ট ইতিহাসের রেকর্ড রান তাড়া করে মুলতান সুলতানের বিপক্ষে জিতেছিল করাচি কিংস। তাদের এই জয়ের নায়ক ছিল ইংলিশ ব্যাটার জেমস ভিন্স। ৩৪ বছর বয়সি ভিন্স ৪৩ বলে স্কোর বোর্ডে ১০১ রান যোগ করেন। আর এতেই মুলতানের দেওয়া ২৩৫ রানের বড় টার্গেট পাড়ি দেয় করাচি।

গত শনিবার (১২ এপ্রিল) মুলতান সুলতানের মুখোমুখি হয় করাচি কিংস। এই ম্যাচে আগে ব্যাট করে অধিনায়ক রিজওয়ানের সেঞ্চুরিতে ২৩৫ রানের বড় সংগ্রহ পায় মুলতান। জবাবে এই ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

এদিন দুশোর বেশি স্ট্রাইকরেটে সেঞ্চুরি করা ইনিংসে ভিন্স ম্যাচসেরা হবেন, সেটাই প্রত্যাশিত। হয়েছেও তা-ই, সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তিনিই ভাগিয়েছেন।

এর বাইরেও করাচি কিংসের ম্যানেজমেন্টের কাছ থেকে একটি উপহার পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করাচি কিংসের করা এক পোস্টে দেখা যায়, সেঞ্চুরিয়ান ভিন্সের হাতে পুরস্কার হিসেবে একটি ‘হেয়ার ড্রায়ার’ তুলে দিচ্ছেন করাচি কিংস কর্তৃপক্ষ। তার হাতে যখন পুরস্কার তুলে দেওয়া হয় সতীর্থরা ‘ভিন্স, ভিন্ন...’ বলে স্লোগান দেন। ভিন্সও পুরস্কার নেওয়ার সময় হেসে ফেলেন।  

এ নিয়ে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। এক্সে এক ভক্ত লিখেছেন, ‘পরেরবার একটা টিফিন বক্স দেওয়া যেতে পারে।’ একজন লিখেছেন, ‘পরবর্তী পুরস্কার কি রুটি মেকার।’ পিএসএলের সমালোচনা করে এক ভক্ত লিখেছেন, ‘আপনারা পিএসএলকে অপমান করছেন, নাকি এটাকে এগিয়ে নিচ্ছেন?’

আরবি/আরডি

Link copied!