বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৬:১১ পিএম

banner
পিএসএল

অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্স, প্রশংসায় ভাসছেন রিশাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৬:১১ পিএম

অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্স, প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদের উইকেট উদযাপন ।। ছবি: সংগৃহীত

অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হলো বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের। আর এই অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন এই টাইগার স্পিনার। নিজের প্রথম ম্যাচে তিন উইকেট নিয়ে জিতিয়েছেন দলকে। 

রোববার (১৩ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৭৯ রানের বড় জয় পেয়েছে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। 

লাহোরের এ জয়ে বড় ভূমিকা পালন করেছেন রিশাদ হোসেন। প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো যখন ম্যাচ নিজেদের দিকে অনেকটাই ঘুরিয়ে নিয়েছিলেন তখনই লাহোরের ক্রাণ কর্তা হন রিশাদ। প্রোটিয়া ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। এরপর তুলে নেন আরও দুই উইকেট। 


এমন পারফরমেন্সে অবশ্য প্রশংসায় ভাসছেন রিশাদ। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে টাইগার লেগ স্পিনারের প্রশংসা করে লাহোর অধিনায়ক বলেন, ‘আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেননি, রিশাদ ছিল ওই জায়গায় সেরা পছন্দ।’

অভিষেকেই রিশাদের ঝলমলে পারফরম্যান্স দেখে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন লাহোর কালান্দার্সের অন্যতম মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামিন রানা। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে সামিন বলেন, ‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলতে পারি...রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার (ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছ)। তুমি যেভাবে বল করেছ, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছ যে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টে সেরা।’
 

আরবি/আরডি

Link copied!