খেলাধুলা থেকে শিক্ষা—সবখানেই আফগান নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা। তালেবান শাসনের কারণে বাধাগ্রস্ত হয়েছে তাদের স্বাভাবিক জীবনধারা। এমন বাস্তবতায় বাস্তুচ্যুত আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়ালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আফগান নারী ক্রিকেটারদের খেলাধুলা ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে আইসিসি গঠন করেছে একটি বিশেষ টাস্কফোর্স। এই টাস্কফোর্সে রয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই টাস্কফোর্সের মাধ্যমে আফগান নারী ক্রিকেটারদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে। একইসঙ্গে তাদের জন্য গড়ে তোলা হবে একটি হাই-পারফরম্যান্স প্রোগ্রাম, যেখানে থাকবে উন্নতমানের কোচিং, আধুনিক প্রশিক্ষণ সুবিধা এবং অভিজ্ঞ মেন্টরের তত্ত্বাবধান।
এই উদ্যোগ সম্পর্কে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক ক্রিকেট বিশ্ব গড়তে চাই। প্রতিটি খেলোয়াড় যেন প্রতিকূলতার মাঝেও নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়—সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। ক্রিকেটকে একটি ঐক্যের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতেই এই প্রয়াস।’
আইসিসির আশা, এই পদক্ষেপ আফগান নারী ক্রিকেটারদের ক্রীড়াজীবন বাঁচিয়ে রাখতে সাহায্য করবে এবং ক্রিকেটকে বিশ্বব্যাপী সংহতির প্রতীক হিসেবে তুলে ধরবে।
এছাড়া বোর্ডসভায় ২০২৪ অর্থবছরের আইসিসি গ্রুপের অডিটেড আর্থিক বিবৃতি অনুমোদন করেছে।বোর্ডের সিইও কমিটির সুপারিশ অনুযায়ী নিচের নিয়োগগুলো চূড়ান্ত হয়েছে:
আইসিসি মহিলা ক্রিকেট কমিটি: ক্যাথরিন ক্যাম্পবেল (পুনরায় নিয়োগ), অ্যাভরিল ফাহী, ও ফোলেতসি মোসেকি।
আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি: সৌরভ গাঙ্গুলী (চেয়ার হিসেবে পুনরায় নিয়োগ), হামিদ হাসান, ডেসমন্ড হেইন্স, টেম্বা বাভুমা, ভিভিএস লক্ষ্মণ (পুনরায় নিয়োগ) ও জোনাথন ট্রট।
আপনার মতামত লিখুন :