‘ড্রাকুলা অব ফুটবল’ বলা হয় কোন ফুটবলারকে? এমন প্রশ্নের উত্তরে সবার আগে যে নামটি আসবে সেটি হল লুইস সুয়ারেজ। কেননা, ফুটবল মাঠে বেশ কয়েকবার সতীর্থ কিংবা প্রতিপক্ষকে ‘কামড়’ দিয়ে বিতর্কের মুখে পড়েছেন এই ফুটবলার। এবারও নতুন করে আবারও সতীর্থকে কামড় দিয়ে আলোচনায় এসেছেনে এই উরুগুইয়ান।
ঘটনাটি বেশ কয়েকদিন আগের। গত ১০ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়ন শিপের কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলসের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এ ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছিল মায়ামি।
এদিন ম্যাচের ৮৯ তম মিনিটে সতীর্থ জর্দি আলমবাকে ভিড়ের মধ্যে কামড় দিয়ে বসেন সুয়ারেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এই দৃশ্য।
মূলত, মার্লন সান্তোস (এলএএফসি)-এর একটি ট্যাকলের পর সংঘর্ষের সূত্রপাত ঘটে, আর ধাক্কাধাক্কির সেই মুহূর্তে উরুগুইয়ান লুইস সুয়ারেজ স্প্যানিশ ফুল-ব্যাক জর্দি আলবার হাতে হালকা কামড় বসান।
এর আগেও এমন কাণ্ড করেছিলেন লুইস সুয়ারেজ। ২০১০ সালে পিএসভির বিপক্ষে ম্যাচে ওটমান বাক্কালকে কামড় দিয়ে ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ। এরপর ২০১৩ সালেও একই কাণ্ড করে ১০ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল এই ফরোয়ার্ডকে।
এছাড়াও ২০১৪ সালের বিশ্বকাপে ইতালিয়ান কিয়েলিনিকে কামড় দিয়েও আলোচনায় এসেছিলেন লুইস সুয়ারেজ।
আপনার মতামত লিখুন :