ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের দায়িত্ব পেলেন সোহেল ইসলাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০১:০২ পিএম
জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের দায়িত্ব পেলেন সোহেল ইসলাম
বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ সোহেল রানার সাথে দুই ক্রিকেটার মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম ।। ছবি: সংগৃহীত

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আর এই সিরিজে থাকছেন না বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার পরিবর্তে দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম।

এর আগে গত বছর টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান পাকিস্তানের সাবেক কিংবদন্তি মুশতাক আহমেদ। প্রথম দফায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি থাকলেও পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয়।

তবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে মুশতাককে প্রয়োজন বিবেচনা করছে না বিসিবি। তাই তার পরিবর্তে স্বদেশি সোহেল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‍‍`জিম্বাবুয়ে সিরিজে সোহেল ইসলাম স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। মুশতাক আহমেদ এখনো আমাদের সঙ্গে (বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ) আছেন। তবে এই সিরিজে তিনি থাকবেন না।‍‍`

উল্লেখ্য, এর আগেও বিসিবির সাথে একাধিকবার কাজ করেছেন সোহেল ইসলাম। সাবেক বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির অনুপস্থিতিতে দলের দায়িত্বে দেখা গিয়েছিল তাকে।

এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রধান কোচের ভূমিকায়ও দেখা যায় তাকে।

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই টেস্টের সিরিজ। সিলেটে প্রথম টেস্ট খেলে দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম যাবে দুই দল।