বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০১:৩৪ পিএম

আইপিএল ২০২৫

ফুরিয়ে যাননি ধোনি, চেন্নাই পেল স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০১:৩৪ পিএম

ফুরিয়ে যাননি ধোনি, চেন্নাই পেল স্বস্তির জয়

ধোনির ঝড়ো ইনিংসে জয়ে ফিরল চেন্নাই ।। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি মৌসুম মোটেই ভালো কাটছিল না চেন্নাই সুপার কিংসের। টানা ব্যর্থতায় অধিনায়কত্বেও পরিবর্তন এনেছিল দলটি। রুতুরাজ গাইকোয়াডের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় ৪৩ বছর বয়সি মহেন্দ্র সিং ধোনিকে। তাতেও কোনো সুফল মেলেনি। ধোনির অধিনায়কত্বের প্রত্যাবর্তনের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছিল তাদের।

টানা ৫ ম্যাচ হারের পর অবশেষে ধোনির নেতৃত্বেই জয়ের দেখা পেল চেন্নাই। গতকাল (১৪ এপ্রিল) লখনৌ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এদিন দুর্দান্ত ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফিল্ডিংয়ের সময় করেছেন তিনটি গুরুত্বপূর্ণ স্টাম্পিং। এ ছাড়াও ব্যাট হাতে ১১ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে ধোনি বুঝিয়ে দিয়েছেন এখনো ফুরিয়ে যাননি তিনি।

সোমবার (১৪ এপ্রিল) লখনৌর বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় লখনৌ। প্রথম ওভারেই খলিল আহমেদের শিকার হন মার্কারাম। এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমে থিতু হতে পারেননি ইনফর্ম নিকোলাস পুরানও। স্কোরবোর্ডে মাত্র ৮ রান যোগ করেই সাজঘরে ফিরে গেছেন তিনি।

তবে দলের হয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক ঋষভ পন্থ। তার ৪৯ বলে ৬৩ রানের লড়াকু ইনিংসের ওপর ভর করে লখনৌ নির্ধারিত ২০ ওভারে ১৬৬ রান তোলে। পন্থ ছাড়াও আয়ুষ বাদোনি (১৭ বলে ২২) এবং আব্দুল সামাদ (১১ বলে ২০) কিছুটা প্রতিরোধ গড়েন। চেন্নাইয়ের বোলারদের মধ্যে জাদেজা এবং পাথিরানা ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। অভিষেকে ঝড় তোলার আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি শাইখ রশিদ (২৭)। আরেক ওপেনার রাচিন রবীন্দ্র খেলেন ৩৭ রানের ইনিংস। তবে এদিনও ব্যর্থ হন রাহুল ত্রিপাটি। মাত্র ৯ রান করেই বিদায় নেন তিনি।

তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান শিভম দুবে। তবে রবীন্দ্র জাদেজা এবং বিজয় শংকর দ্রুত আউট হলে আরও একবার হারের শঙ্কায় পড়ে চেন্নাই।

এই দুই ব্যাটারের বিদায়ের পর চেন্নাই যখন মৌসুমের ষষ্ঠ হারের দিকে এগোচ্ছিল তখনই ব্যাট হাতে ঝড় তোলেন মহেন্দ্র সিং ধোনি। ১১ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এ ছাড়াও শিভম দুবের ৩৭ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংসটিও ছিল বেশ কার্যকরী।

শেষদিকে এই দুই দুই ব্যাটারের তাণ্ডবেই হার মানে লখনৌ। ৩ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই।

এদিকে দীর্ঘদিন ধরেই ধোনির ফর্ম এবং দলে তার উপস্থিতি নিয়ে সমালোচনা চলছিল। অনেক ক্রিকেট বিশ্লেষকই ধোনির ব্যাট-প্যাড তুলে রাখার সময় চলে এসেছে বলে মন্তব্য করেন।

কিন্তু এদিন প্রায় ২৩৬ স্ট্রাইকরেটের ইনিংস খেলে ধোনি সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন। শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও ধোনি এদিন নজর কেড়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে আবদুল সামাদকে করেন রান আউট। এ ছাড়াও, বোলিং পরিবর্তনেও তার অভিজ্ঞতা ও বিচক্ষণতার পরিচয় পাওয়া গেছে বরাবরের মতোই।

৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে ধোনির দল। সমসংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লখনৌয়ের অবস্থান ৪ নাম্বারে।

আরবি/আরডি

Link copied!