নারী বিশ্বকাপ বাছাইয়ে আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই ম্যাচ।
স্কটিশদের বিপক্ষে এই ম্যাচ জিততে পারলে বিশ্বকাপের মূল পর্বে খেলার আরও কাছাকাছি পৌঁছে যাবে নিগার সুলতানা জ্যোতির দল। তা ছাড়া এর আগে টানা দুই ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী টাইগ্রেসরা।
এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রায় হারতে বসা ম্যাচে জয়ের নায়ক ছিলেন রিতু মনি। এ ছাড়া প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এবারের বাছাইয়ে এখন পর্যন্ত বাংলাদেশ দুই ম্যাচ খেললেও, স্কটল্যান্ড খেলেছে তিন ম্যাচ। এরমধ্যে দুটিতে জিতলেও একটিতে হেরেছে দলটি। ছয় দলের বাছাই পর্ব থেকে দুটি দল খেলবে মূল পর্বে।