ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

চ্যাম্পিয়নস লিগ

বার্সেলোনার বিপক্ষে ‘অসম্ভব’ মিশনে ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৩:২৭ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায় বার্সেলোনার মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে ৪-০ গোলে হেরেছিল ডর্টমুন্ড। ফলে ফিরতি লেগে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

স্প্যানিশ লা লিগা সহ চ্যাম্পিয়নস লিগে দারুণ মৌসুম কাটাচ্ছে বার্সেলোনা। ২০২৫ সালে এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাছাড়া সব বিভাগেই দুর্দান্ত ফর্মে আছে কাতালানরা।

২০২৫ সালে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলেছে বার্সেলোনা। যেখানে ২০ জয়ের বিপরীতে তাদের আছে ৪ ড্র। তাই এমন দলের বিপক্ষে জেতা সহজ হবে না সেটিই মনে করিয়ে দিয়েছেন বরুশিয়া কোচ নিকো কোভাচ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বরুশিয়া বস বলেন, ‘মিরাকল সব সময়ই ঘটতে পারে।’

তবে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগে বিগ কয়েক বছরের সমীক্ষা আশা জাগাতে পারে বরুশিয়া ডর্টমুন্ডের কোচকে।

গত কয়েক বছর ধরেই বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে  নক আউট ম্যাচে প্রথম লেগে জিতেও পরের লেগে হোঁচট খেয়েছে বার্সা। রোমা, লিভারপুল এবং সর্বশেষ ২০২৩-২০২৪ মৌসুমে পিএসজির বিরুদ্ধে প্রথম লেগ জেতার পর দ্বিতীয় লেগ হেরে তাদের বিদায়ের স্মৃতি এখনও টাটকা।

আর সেটিই মনে করিয়ে দিয়েছেন নিকো কোভাচ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা লিভারপুলের সেই ম্যাচটার কথা মনে করতে পারি – আমার সে ম্যাচটার কথা এখনও মনে আছে।’

তবে বর্তমান পরিস্থিতি যে ভিন্ন সে বিষয়েও নজর আছে তার। এ নিয়ে তিনি বলেন, ‘কিন্তু ওটা ছিল তখন, আর এখন ২০২৫। আমরা জানি আমাদের অবস্থা কী। প্রথম লেগে আমরা ভালো খেলিনি।’

তবে ডর্টমুন্ড কোচের প্রাথমিক লক্ষ্য বার্সেলোনার বিরুদ্ধে যেকোনো ব্যবধানে জয় তুলে নেওয়া। তিনি বলেন, ‘আমরা কালকে ভিন্ন একটা দল হতে চাই, আমরা জিততে চাই। কত গোলে জিতব, সেটা এখন বলা কঠিন। বার্সেলোনা এ বছর এখনো কোনো ম্যাচ হারেনি, এটা কাজটা আরও কঠিন করে তুলেছে। সহজ হবে না।’

এছাড়া বার্সেলোনার আক্রমণভাগের প্রশংসা করেছেন নিকো। লামিল ইয়ামাল ও রাফিনহার প্রশংসা করেছেন তিনি। এছাড়াও তার প্রাক্তন শিষ্য লেভানডস্কির প্রশংসা করতে গিয়ে তাকে ‘অসাধারণ পেশাদার’ এবং ‘প্রকৃত অ্যাথলেট’ -এর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন এই কোচ।