আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপকে কেন্দ্র করে অভিনব এক উদ্যোগ নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে রেফারিদের শরীরে থাকবে বডি ক্যামেরা।
সোমবার (১৪ এপ্রিল) এ তথ্য জানায় ফিফা। এই প্রযুক্তির ফলে দর্শকরা প্রথমবারের মতো রেফারির দৃষ্টিকোণ থেকে খেলা উপভোগ করতে পারবেন।
এছাড়া নতুন একটি নিয়মও যুক্ত হয়েছে—গোলরক্ষক যদি আট সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখেন, তবে প্রতিপক্ষ দল পাবে কর্নার কিক। আগে যেখানে ইনডিরেক্ট ফ্রি কিক দেওয়া হতো, এবার সেই নিয়ম বদলে গেছে।
ফিফার রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনা বলেন, ‘রেফারির দৃষ্টিভঙ্গি থেকে খেলা দেখা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। এটি ফুটবলে ভিন্ন মাত্রা যোগ করবে।’
‘এটা শুধু দর্শকদের জন্য নয়, কোচদের জন্যও উপকারী হবে। রেফারি কী দেখেছেন, সেটি বিশ্লেষণ করতে এই ক্যামেরা কার্যকর হতে পারে।’ তিনি যোগ করেন।
এই টুর্নামেন্টের জন্য ৪১টি দেশের রেফারিদের মধ্য থেকে বাছাই করা হয়েছে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও রেফারি।
এই প্রসঙ্গে কোলিনা বলেন, ‘এই প্রথমবার এত বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। যাঁরা রেফারিংয়ের দায়িত্ব পেয়েছেন, তারা সত্যিই গর্বিত। আগের আসরগুলোর মতো এবারও আমরা সর্বোচ্চ মানের রেফারিং নিশ্চিত করতে কাজ করছি।’
এই সংস্করণে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নেবে বিশ্বের ৩২টি শীর্ষস্থানীয় ক্লাব।
আপনার মতামত লিখুন :