কাঁধের চোটে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে মোস্তাফিজুর রহমান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে কাঁধে চোট পান তিনি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন।
চলমান ডিপিএলে কোনো দল পাননি জাতীয় দলের এই তারকা পেসার। ক্লাবগুলোর সঙ্গে পারিশ্রমিক চুক্তি ঠিকঠাক না হওয়ায় খেলছেন না ফিজ। তবে এরপর জানা যায়, তিনি কাঁধের ইনজুরিতে ভুগছেন। সেটা গুরুতর কিছু নয় বলেই জানা যাচ্ছে।
তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও মোস্তাফিজের ভক্তদের জন্য থাকছে সুখবর। ডিপিএলের সুপার লিগ পর্ব থেকে দেখা যাবে তাকে। জানা যায়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তিনি।
গত রোববার (১৩ এপ্রিল) শেষ হয়েছে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে সুপার লিগ পর্ব। জিম্বাবুয়ে সিরিজের দলে সুযোগ পাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের এই পর্বে দেখা যাবে না। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় মোস্তাফিজ এই পর্বেই মোহামেডানে যোগ দেবেন।