শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৩:২৭ পিএম

রিয়ালের পতন কি ঘটবে ?

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৩:২৭ পিএম

রিয়ালের পতন কি ঘটবে ?

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়াল মাদ্রিদ, আর রিয়াল মাদ্রিদ মানেই চ্যাম্পিয়নস লিগ । তবে এবারের হিসাবটা একটু ভিন্ন। প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরে খাদের কিনারে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ।  

শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ঘরের মাঠে আর্সেনালকে হারাতে হবে অন্তত চার গোলের ব্যবধানে। কাজটা শুধু কঠিন নয়, সাম্প্রতিক ছন্দ বিচার করলে প্রায় অসম্ভবের কাছাকাছি। আরে এই অসম্ভব কাজকে সম্ভব করতে না পারলে বিদায় নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।  

 

তবে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত প্রত্যাবর্তনের অতীত ইতিহাস সবারই জানা। ২০২২ সালে সিটির বিপক্ষে প্রথম লেগে ৪-৩ গোলে হারের পর দ্বিতীয় লেগে ৩-১ গোলের অনবদ্য জয়ে ফাইনালে পৌঁছায় রিয়াল মাদ্রিদ। এ ধরনের পরিস্থিতি থেকে চেলসি, বায়ার্ন, পিএসজি ও লিভারপুলের মতো দলের সঙ্গেও ঘুরে দাঁড়ানোর কীর্তি আছে দলটির।

২০১৬ সালের কোয়ার্টার ফাইনালেও প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছিল উলফসবার্গ। কিন্তু দ্বিতীয় লেগে ৩-০ গোলের জয়ে সেমিতে যায় রিয়াল পরিসংখ্যান যাই বলুক, নিশ্চিতভাবে আর্সেনালকে হারিয়ে সেমিতে যাবে রিয়াল মাদ্রিদ এমনটা ভাবার অবকাশ নেই। তবে ৩-০ গোলে পিছিয়ে থাকলেও যে রিয়াল ঘুরে দাঁড়ানোর সামর্থ রাখে তারই প্রমাণ অতীতের এই ঘটনাগুলো।

এছাড়া ম্যাচটি যেহেতু রিয়ালের হোমগ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়ায় কথা, তাই রিয়াল পাবে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকা প্রায় ৮০ হাজার দর্শকের সমর্থন। লা লিগায় লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হলেও এমবাপ্পের এই ম্যাচ খেলতে কোনও বাধা নেই। তবে কার্ড জটিলতায় খেলতে পারবেন না কামাভিঙ্গা। এ ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন শুয়ামিনি।

ম্যাচের বিষয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, বার্নাব্যুর জাদু দেখানোর ক্ষমতা আছে। আমাদের দলেরও সামর্থ্য আছে তিন গোলের লিড জয় করার। এখন দল মাঠে সেরাটা দিতে পারলে সেমিফাইনাল স্বপ্ন টিকে রাখা সম্ভব। তবে মূল ফর্মুলা হলো ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়া যাবে না।

 

তবে চোখ বন্ধ করে এই ম্যাচে ফেভারিট আর্সেনাল। দলে পুরনো ইনজুরি সমস্যা থাকলেও নতুন কোনও সমস্যা নেই। প্রথম লেগের মতো বার্নাব্যুতে বড় জয়ের স্বপ্ন হয়তো আর্সেনালও দেখছে না। তবে ৩ গোলের লিডটা ডিফেন্ড করতে পারবে শতভাগ আত্মবিশ্বাসী আর্সেনাল কোচ মিকেল আর্তেতার দল।

রিয়ালকে ভয় পাচ্ছে না জানিয়ে মিকেল আর্তেতা বলেন, তাদেরকে আমরা সমীহ করছি। ছেলেদেরকে খেলাটা উপভোগ করতে বলেছি। আমাদের সাহসী হতে হবে। ঠিক প্রথম লেগের মতোই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারলে জয় পাওয়া সম্ভব।

আরবি/ এমআর

Link copied!