ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে বিপদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৯:১৩ পিএম
ছবিঃ রূপালী বাংলাদেশ

পাকিস্তানের মেয়েরা পরপর চার ম্যাচ জয়ের মাধ্যমে ২০২৬ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করেছে।  

ঘরের মাঠে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থাইল্যান্ড নারী দলকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্বে উঠে গেল পাকিস্তান নারী ক্রিকেট দল।

তবে বাছাইপর্ব থেকে বিশ্বকাপে খেলতে পাারবে দুইটি দল। পাকিস্তান মুলপর্বে গেলেও এখনো সমীকরণে রয়েছে তিনটি দল। আর এই তিনটি দলের মধ্যে বিশ্বকাপে খেলতে পারবে একটি দল।

তিনটি দল— বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। কে যাবে বিশ্ব মাঠে? সেই জায়গাটি পূরণে এগিয়ে রয়েছে বাংলাদেশ নারী দল। তবে তাদের সামনে রয়েছে বড় কয়েকটি সমীকরণ।

বাংলাদেশ নারী ক্রিকেট দল গত চার ম্যাচে জয় পেয়েছে তিনটিতে। আর একটি ম্যাচে জয় পেলে হিসেব-নিকেশ ছাড়াই নিশ্চিত করত বিশ্বকাপের মঞ্চ।

কিন্তু বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ সঙ্গে ম্যাচটি হেরে অপেক্ষার পালা বেড়েছে জ্যোতিদের।  

সমীকরণ বলছে, আগামীকাল শনিবার (২০ এপ্রিল) সকাল ১০.৩০টায় পাকিস্তানের কাছে বড় হারলে এবং ওয়েস্ট ইন্ডিজ যদি থাই মেয়েদের গুঁড়িয়ে দেয়, তবে রান রেটের ব্যবধানে বাদ পড়তে পারে বাংলাদেশের নারীরা।

ওই সুযোগ হাত ছাড়া হলেও বাংলাদেশের জন্য আরেকটি সমীকরণ রয়েছে। তবে সে পথ খুব কঠিন বটে!

বাকি থাকা ম্যাচে থাই মেয়েদের বিপক্ষে হারতে হবে ক্যারিবিয়ান মেয়েদের এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয় প্রত্যাশা করতে হবে আইরিশদের। তাহলে ৬ পয়েন্ট নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ।

পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ৪ করে পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজ ও স্কটিশ মেয়েদের। নিগারদের মতো তাদেরও বাকি এক ম্যাচ।