ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

পাকিস্তানের কাছে পাত্তা পেল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৬:৪৪ পিএম
বাংলাদেশ ও পাকিস্তান দলের দুই অধিনায়ক।

পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ দল। আর এই বিশাল ব্যবধানে হারের মাধ্যমে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ মঞ্চ থেকে বাদ পড়ল।

শনিবার (২০ এপ্রিল) নারী বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপের মূল পর্বে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে গেল বাংলাদেশের।

হেরে গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে বাদ পড়েননি নিগার সুলতানা জ্যোতিরা। এখনো কিছু সমীকরণের মাধ্যমে বাংলাদেশের নারীরা বিশ্বকাপ মঞ্চে উঠতে পারবে।

এ কারণেই এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড চলমান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীদের।

চলমান ম্যাচে যদি থাইল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে পারে, তবেই বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ। আর যদি ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে থাইদের হারিয়ে দেয়, সে ক্ষেত্রে কপাল পুড়বে লাল-সবুজের প্রতিনিধিদের।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ব্যাটিংয়ে দুই মিডল অর্ডার ব্যাটার ঋতু মণি আর ফাহিমা খাতুন ছাড়া কেউই বলার মতো রান করতে পারেননি। তাদের দু’জনের চলিশোর্ধ্ব দুটি ইনিংসে চড়ে ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৮ পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ।

দলীয় সর্বোচ্চ ৪৮ রান আসে ঋতু মণির ব্যাটে। ৭৬ বলে ৫ চারে এই ইনিংস খেলেন তিনি। ৫৩ বলে ৪ চারে অপরাজিত ৪৪ রান করেন ফাহিমা।

পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন স্পিনার সাদিয়া ইকবাল।

১৭৯ রানের লক্ষ্য নিয়ে নেমে হেসেখেলেই জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। শুরুতেই বাংলাদেশি পেসার মারুফা আক্তার পাকিস্তানের ওপেনার শাওয়াল জুলফিকারকে তুলে নিলেও তাতে অসুবিধা হয়নি স্বাগতিকদের।

অন্য ওপেনার মুনীবা আলী এবং আলিয়া রিয়াজের জোড়া ফিফটিতে ১০.২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন মুনীবা। ৫২ রানে অপরাজিত থাকেন আলিয়া।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান মারুফা, নাহিদা আক্তার ও রাবেয়া খান।