জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০টায়। স্বভাবতই এখানকার পিচ পেসবান্ধব হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশও একাদশ সাজিয়েছে ৩ পেসার নিয়ে। তরুণ গতি তারকা নাহিদ রানার সঙ্গে আছেন অভিজ্ঞ হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের স্কোয়াডে চার উইকেটরক্ষক থাকলেও, কিপিং কে করবেন তা নিয়ে সংশয় ছিল। এখন জাকের আলি অনিকের হাতেই যে গ্লাভস উঠছে তা মোটামুটি বলাই যায়। একাদশে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম দীর্ঘ সময় ধরেই টেস্টে কিপিং করেন না। এ ছাড়া একাদশের বাইরে থাকা জাকির হাসানকে গ্লাভস হাতে দেখা যায় না ওপেনিংয়ের কারণে। সে হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা জাকেরের মধ্যে একজন কিপিং করবেন বলা হচ্ছিল। ম্যাচটির মূল দলে নেই অঙ্কন।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরবাইন, ওয়েসলি মাধভেয়ার, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস রয় ওয়েলশ, নিয়াশা মায়াবো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাবা ও ভিক্টর নিয়াউচি।
আপনার মতামত লিখুন :