সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ভালো শুরুর আভাস দিয়েছিলেন। কিন্তু মাত্র ১ রানের ব্যবধানেই সাজঘরের পথ ধরেছেন দুজন। এতে বিপাকে পড়ে টাইগাররা।
এদিন দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ভিক্টর নিয়াউচির বলে গালিতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম (১২)। এরপর এক ওভার বিরতি দিয়ে আবারও উইকেট তুলে নেন নিয়াউচি। এবার তার শিকার হন মাহমুদুল হাসান জয় (১৪)। তাতে বড় ধাক্কা খায় বাংলাদেশ।
উইকেটে এখন শুরুর ধাক্কা সামাল দিতে লড়াই করছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দুই ব্যাটারের শুরুর বিপর্যয় কাটানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরবাইন, ওয়েসলি মাধভেয়ার, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস রয় ওয়েলশ, নিয়াশা মায়াবো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাবা ও ভিক্টর নিয়াউচি।