ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

শান্ত-মমিনুলের ব্যাটে বাংলাদেশের লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১২:৩২ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছেন মমিনুল হক ছবি: সংগৃহীত

সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। দ্রুতই সাজঘরে ফিরেছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুর রহমান জয়। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ।

রোববার (২০ এপ্রিল) সিলেট টেস্টের প্রথম সেশনের খেলা শেষে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। ক্রিজে টিকে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ও জয় ভালো শুরুর আভাস দিলেও জুটি দীর্ঘস্থায়ী করতে পারেনি। দলীয় ৩২ রানেই সাজঘরে ফেরেন এই দুই ওপেনার।

সাজঘরে ফেরার আগে সাদমানের ব্যাট থেকে আসে ২৩ বলে ১২ রান এবং জয় খেলেন ৩৫ বলে ১৪ রানের ইনিংস। দুই ওপেনারকেই ফিরিয়েছেন জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়াউচি।

দুই ওপেনারের বিদায়ের পর প্রতিরোধ গড়ে তুলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। এই দুই ব্যাটারের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস।

মধ্যাহ্নভোজের আগে আর উইকেট হারায়নি বাংলাদেশ। ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। ৪৬ বলে ২১ রান করে টিকে আছেন মুমিনুল। ৪৩ বলে ৩০ রান করে অপরাজিত আছেন শান্ত।

জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট শিকার করেছেন ভিক্টর নিয়াউচি।