ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রেকর্ড দর্শকের সামনে মায়ামির কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১২:৫৬ পিএম
কলম্বাস ক্রুর বিপক্ষে লিওনেল মেসি ।। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মায়ামি। যদিও রেকর্ডসংখ্যক দর্শকের সামনে অনেকটাই ম্লান ছিল মায়ামি। অ্যাওয়ে ম্যাচে এদিন ১-০ ব্যবধানে জয় পেয়েছে মেসি-সুয়ারেজরা।

রোববার (২০ এপ্রিল) কলম্বাসের ঘরের মাঠে আতিথ্য নেয় ইন্টার মায়ামি। জমজমাট এই ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে মায়ামি। ম্যাচে গোল না পেলেও লিওনেল মেসির উপস্থিতি নতুন রেকর্ড গড়েছে দর্শক সংখ্যায়।

কলম্বাস ক্রু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ম্যাচটি দেখতে মাঠে হাজির হয়েছিলেন ৬০,৬১৪ জন দর্শক—যা এই স্টেডিয়ামে এনএফএলের বাইরের সর্বোচ্চ দর্শক সংখ্যার রেকর্ড।

এদিন মায়ামির হয়ে জয়সূচক গোলটি আসে ম্যাচের ৩০তম মিনিটে। আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলোনা ভেইগান্টের ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন যুক্তরাষ্ট্রের তরুণ মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচি।

এই জয়ে চলতি এমএলএস আসরে ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তিন নম্বরে রয়েছে মায়ামি। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে আছে কলম্বাস ক্রু।  

আগামী শুক্রবার (২৫ এপ্রিল) কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে কানাডিয়ান ক্লাব ভ্যানকুবার হোয়াইটক্যাপসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।