দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ওভারে নাটকীয় জয় পেয়েছে গুজরাট টাইটান্স। রোমাঞ্চকর এই ম্যাচে জয় পেলেও শাস্তি পেয়েছেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। ‘স্লো ওভার রেটে’র কারণে তাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় গুজরাট টাইটান্স। এ ম্যাচে দিল্লির দেওয়া ২০৪ রানের লক্ষ্য ৭ উইকেট আর ৪ বল হাতে রেখেই জিতে নেয় গুজরাট।
এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাটের অধিনায়ক। এদিন নির্ধারিত সময়ের থেকে দেরিতে শেষ হয়েছে ইনিংস। শাস্তি এড়াতে শেষ ওভারে স্পিনারের হাতে বল তুলে দিলেও শেষরক্ষা হয়নি গুজরাট অধিনায়কের। আইপিএলের নিয়মের ২.২২ ধারা ভাঙায় শাস্তি পেতে হয়েছে তাকে।
চলতি আইপিএলে এর আগেও ‘স্লো ওভার রেটের’ কারণে শাস্তি পেয়েছে বেশ কয়েকজন অধিনায়ক। এর আগে রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ ও সঞ্জু স্যামসন, মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল ও লখনৌ সুপার জায়ান্টসের ঋষভ পন্থকে একই কারণে শাস্তি পেতে হয়েছে।
অধিনায়ক শাস্তি পেলেও ম্যাচ জিতেছে গুজরাট টাইটান্স। এদিন আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে দিল্লি। গুজরাটের হয়ে ৪ উইকেট শিকার করেন প্রসিধ কৃষ্ণা।
জবাবে ব্যাট করতে নেমে জস বাটলারের ব্যাটিং তাণ্ডবে ৪ বল আর ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।
এ জয়ে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে গুজরাট। দুই, তিন ও চার নম্বরে থাকা দিল্লি, পাঞ্জাব ও লখনৌর পয়েন্টও ১০। তবে নেট রানরেটে গুজরাটের থেকে পিছিয়ে আছে তারা।