বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলেও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা।
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরিতার খবর সবারই জানা। তাই সবার প্রশ্ন পাকিস্তান কী ভারতে যাবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে?
শনিবার (১৯ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড পরিদর্শনকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি এ বিষয়ে জানান, আসন্ন নারী বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তানের নারী দল ভারতে যাবে না।
তিনি স্পষ্ট করে বলেন, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসেনি, তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হয়েছিল। আমরাও তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবিদার।
মহসিন নকভির এমন মন্তব্য থেকে এটি স্পষ্ট যে, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো নারী বিশ্বকাপও হাইব্রিড মডেলে আয়োজন হতে যাচ্ছে। জানা যায়, পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি।
এর আগে, গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে পাকিস্তান। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সেখানে যায়নি। তারা নিজেদের সব ম্যাচ খেলেছে দুবাইয়ে।