ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আসছে নতুন ক্রিকেট লিগ, ড্রাফটে ২ বাংলাদেশি তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০২:৪৭ পিএম
প্রতীকি ছবি

বিশ্বে এখন চলছে সীমিত ওভারের ক্রিকেটের দাপট। টি-টোয়েন্টি ফরম্যাটের পর আরও সংক্ষিপ্ত সংস্করণ হিসেবে টি-টেন ক্রিকেট বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে কানাডাও, যেখানে শিগগিরই শুরু হতে যাচ্ছে ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এক নতুন লিগ।

নারী ও পুরুষ মিলিয়ে এর মধ্যেই এই লিগে অংশ নিতে আগ্রহী হয়েছেন ১৩০০-এর বেশি ক্রিকেটার। এই তালিকায় আছেন দুই বাংলাদেশিও।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম, ‘ক্রিকবাজ’ বলছে, যুবরাজ সিং কানাডা সুপার সিক্সটির অধীনে টি-টেন লিগ চালুর অনুমোদন পেয়েছেন।

‘ক্রিকবাজের’ প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৩৪টি দেশের মোট ১১৩৫ জন পুরুষ এবং ২৩৫ জন নারী ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন। যদিও বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীদের সংখ্যা নির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে জানা গেছে এই তালিকায় আছেন মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম।

এই আসরের ড্রাফটে নাম দিয়েছেন অনেক পরিচিত মুখ ও উদীয়মান প্রতিভাবান ক্রিকেটার। পুরুষদের তালিকায় আছেন—ফিন অ্যালেন, সিকান্দার রাজা, নাসিম শাহ, অ্যালেক্স হেলস, শামার জোসেফ, জেসন রয়, কেশভ মহারাজ, টিম সাউদি, জিমি নিশাম, আজম খান, লুঙ্গি এনগিডি, রাইলি রুশো, ক্রিস লিন, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, তাবরাইজ শামসি, ভানুকা রাজাপাকসে, মার্টিন গাপটিল, ডেভিড মালানসহ আরও অনেকে।

নারীদের তালিকায় রয়েছেন—ম্যাডি গ্রিন, ফ্র্যান জোনাস, রোজমেরি মায়ের, ইডেন কার্সন, তাজমিন ব্রিটস, লোরেন উইনফিল্ড-হিল, শবনম ইসমাইল, দিয়েন্দ্রা ডটিন, চিনেলে হেনরি, ফাতিমা সানা খান, লিয়া তাহুহু ও আরও অনেকে।

জানা যায়, আগামী জুলাই মাসে শুরু হবে ক্রিকেট বিশ্বের নতুন এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম আসরের ড্রাফট খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে।