ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

এবার বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৪:৩৩ পিএম
বাংলাদেশি বংশোদ্ভুত খেলোয়াড় কিউবা মিচেল । ছবি: সংগৃহীত

গত মার্চে বাংলাদেশ ফুটবল দলে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই দেশের ফুটবলাঙ্গনে লেগেছে পরিবর্তনের হাওয়া। হামজার পদাঙ্ক অনুসরণ করে একের পর এক প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে রাজি হচ্ছেন। এবার সেই তালিকায় নতুন যুক্ত হলো কিউবা মিচেলের নাম।

যুক্তরাজ্য প্রবাসী তরুণ এই ফরোয়ার্ডের মা বাংলাদেশি এবং বাবা জ্যামাইকান। ইংলিশ ক্লাব সান্দারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে নিয়মিত খেলছেন এই ফরোয়ার্ড।

শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে তাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হয়। সব কিছু ঠিক থাকলে জুনেই হামজার সঙ্গী হয়ে জাতীয় দলে দেখা যেতে পারে কিউবাকে।

এ নিয়ে বাফুফে সহসভাপতি ইমরুল হাসান বলেন, ‘ওর বয়স কম। যতটুকু দেখেছি, বেশ ভালো সম্ভাবনা আছে। তাই আমরা ওর ব্যাপারে আগ্রহী হয়েছি। ১৪ এপ্রিল কিউবা এবং ওর এজেন্টের সঙ্গে আমাদের জুম মিটিং হয়েছে। সেখানে মৌখিকভাবে আগ্রহ দেখিয়েছে। তবে ওরা মুখের কথায় বিশ্বাসী নয়। তাই আজ (শনিবার) তাদের আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। এরপর ওরা সিদ্ধান্ত নিয়ে জানাবে।’

ইমরুল হাসান আরও বলেন, ‘একটা সুবিধার দিক হলো, সে কোনো পর্যায়েই ইংল্যান্ডের কোনো দলের হয়ে খেলেনি। ও যদি সম্মত হয়, তবে বাংলাদেশি পাসপোর্ট করিয়ে দ্রুতই ওকে খেলানো সম্ভব। ও রাজি হলে আমরা চেষ্টা করব জুনের হোম ম্যাচের আগেই ওর খেলার বিষয়টি নিশ্চিত করার।’

জানা গেছে, যুক্তরাজ্যে বেড়ে ওঠা কিউবার সামনে সুযোগ আছে জ্যামাইকার হয়ে খেলারও। সে চেষ্টাও তিনি করেছিলেন। তবে এখন বাংলাদেশের জার্সিতে খেলার বিষয়েই বেশি আগ্রহ এ তরুণ ফরোয়ার্ডের।

এ নিয়ে তিনি বাফুফেকে ইতিবাচক সাড়াও দিয়েছেন বলেও জানা গেছে। সব কিছু ঠিক থাকলে এবং ইংল্যান্ড এফএ’র ছাড়পত্র ও পাসপোর্ট পেলেই আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে মাঠে নামবেন তিনি।