গত মার্চে বাংলাদেশ ফুটবল দলে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই দেশের ফুটবলাঙ্গনে লেগেছে পরিবর্তনের হাওয়া। হামজার পদাঙ্ক অনুসরণ করে লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে রাজি হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান ফুটবলার সামিত সোম।
জানা যায়, এরই মধ্যে বাফুফে সামিতের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছে। খুব শিগগিরই পাসপোর্টের কার্যক্রম শুরু করবে সংস্থাটি। এ বিষয়ে বাফুফে কানাডা হাইকমিশনকে অবহিত করবে বলেও জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমরা আজ সামিতের জন্ম নিবন্ধন সনদ পেয়েছি। তাকে এরই মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করব।’
এদিকে সামিতের পাশাপাশি আজ আরও এক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটলারের সম্মতি পেয়েছে বাফুফে। লাল-সবুজ জার্সিতে খেলতে আগ্রহ দেখিয়েছেন ইংলিশ ক্লাব সান্দারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের নিয়মিত মুখ কিউবা মিচেল।
আপনার মতামত লিখুন :