চলতি মৌসুম খুব দারুণ কাটছে বার্সেলোনার। বিশেষ করে ২০২৫ সালে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লা-লিগা, চ্যাম্পিয়নস লিগ সব জায়গায় দুর্দান্ত ফর্মে আছে দলটি। সুযোগ আছে চলতি মৌসুমে ট্রেবল জেতারও। তবে এরই মধ্যে পাওয়া গেল দুঃসংবাদ।
কোপা দেল-রের ফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দলের আক্রমণভাগের অন্যতম রবার্ট লেভানডফস্কিকে নিয়ে জেগেছে শঙ্কা। মূলত চোটের কারণে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলতে না-ও পারেন এই তারকা।
গতকাল শনিবার (১৯ এপ্রিল) কার্দিফ এফসির বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পান লেভানডফস্কি। ম্যাচের শেষ দিকে বাজেভাবে ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। তখনই বার্সেলোনার এই পোলিশ স্ট্রাইকারকে নিয়ে জমাট বাঁধে শঙ্কার কালো মেঘ।
স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় লেভানদোভস্কির হ্যামস্ট্রিং স্ট্রেইন ধরা পড়েছে। এই চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
আগামী ২৬ মার্চ কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এ ছাড়া ৩০ এপ্রিল ও ৬ মে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে কাতালানরা। ফলে এ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ‘লেভার’ উপস্থিতি নিয়ে শঙ্কা জেগেছে।
উল্লেখ্য, গতকাল কার্দিফের সঙ্গে ম্যাচ শেষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘আগামীকাল (রোববার) লেভানডোফস্কির এমআরআই করানো হবে। সেই পরীক্ষার ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তখন আমরা তার চোট সম্পর্কে আরও জানতে পারব।’
আপনার মতামত লিখুন :