সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৯:০৭ এএম

 শেষ মুহূর্তের নাটকীয়তায় রিয়ালের স্বস্তির জয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৯:০৭ এএম

 শেষ মুহূর্তের নাটকীয়তায় রিয়ালের স্বস্তির জয়

দুর্দান্ত গোলে ব্যবধান গড়ে দেওয়ার পর ফেদেরিকো ভালভের্দে ছবি: সংগৃহীত

লা লিগার উত্তেজনাপূর্ণ ম্যাচে ফেদেরিকো ভালভার্দের ৯৩তম মিনিটে এক দুর্দান্ত ভলিতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় ছিনিয়ে নিয়েছে রিয়াল। এই জয়ে শিরোপা দৌড়ে টিকে রইলো কার্লো আনচেলত্তির দল।

রোববার (২০ এপ্রিল) রাতে ঘরের মাঠে আরও একবার শেষ মূহুর্তে ঝলক দেখালো রিয়াল।

প্রথমার্ধে গোলের জন্য পাঁচ শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পারা রেয়াল বিরতির পর আরও ১৭টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে। পুরো ম্যাচে বিলবাওয়ের তিন শটের শুধু একটি লক্ষ্যে ছিল।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। তবে সতীর্থদের সমর্থন জোগাতে বের্নাবেউয়ের স্ট্যান্ডে ছিলেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।

বল দখলে শুরু থেকে রেয়াল আধিপত্য করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। ভিনিসিউস জুনিয়র ব্যতীত দলের আর কারও খেলায় গতিও দেখা যাচ্ছিল না।

২৮তম মিনিটে দারুণ ক্ষিপ্রতায় প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে শট নেন ভিনিসিউস, ক্রসবারের সামান্য ওপর দিয়ে যায় বল। ৩৬তম মিনিটে লুকা মদ্রিচের কর্নারে কাছ থেকে ভালভের্দের হেড যায় গোলরক্ষক বরাবর।

৪৮তম মিনিটে বক্সে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের পাশ দিয়ে রদ্রিগোর কোনাকুনি নিচু শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়। দুই মিনিট পর মাঝ মাঠ থেকে বল ধরে এগিয়ে দুজনকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে শট নেন এদুয়ার্দো কামাভিঙ্গা, কর্নারের বিনিময়ে রক্ষা করেন উনাই সিমোন।

৫৮তম মিনিটে দানি সেবাইয়োসকে তুলে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিককে মাঠে নামান রিয়াল কোচ আনচেলত্তি। পরের মিনিটে প্রথম কোনো পরীক্ষা দিতে হয় থিবো কোর্তোয়াকে। উনাই গোমেসের নিচু শট ঠেকান বেলজিয়ান গোলরক্ষক।

৬১তম মিনিটে ভিনিসিউসের চমৎকার ক্রসে ছয় গজ বক্সের মুখে লাফিয়ে জুড বেলিংহ্যামের নেওয়া হেড একহাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান সিমোন। ওই কর্নারে বেলিংহ্যামের আরেকটি হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৬৭তম মিনিটে ভালভের্দের শট লাগে পাশের জালে।

৭৯তম মিনিটে বক্সের বাইরে বাঁ দিকে বল পেয়ে দারুণ নৈপুণ্যে কাছের পোস্ট দিয়ে জালে পাঠান ভিনিসিউস, কিন্তু বিল্ডআপের সময় এন্দ্রিক অফসাইডে থাকায় গোল মেলেনি। লম্বা সময় নিয়ে ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত জানান রেফারি।

সাত মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান গড়ে দেন ভালভের্দে। বক্সে বিলবাও বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের দুর্দান্ত ভলিতে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন উরুগুয়ের তারকা। উল্লাসে ফেটে পড়ে গোটা বের্নাবেউ।

আরবি/এসবি

Link copied!