ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

লেস্টারের বিপক্ষে লিভারপুলের জয়

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ১০:৩১ এএম
লেস্টারকে বিপক্ষে লিভারপুলের জয় ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। এর ফলে লিগে শিরোপা জয়ের অনেক কাছে চলে এসেছে রেড ডেভিলরা। 

রোববার (২০ এপ্রিল) লেস্টারের মাঠে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।   

পুরো ম্যাচে লিভারপুল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে খেলতে থাকে। তবে ম্যাচের প্রথম হাফে গোলের দেখা পাননি সালাহরা। বিরতির পর দ্বিতীয় হাফে খেলতে নেমে ডিফেন্স শক্ত করে লেস্টাস। যার কারণে খেলা ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। তবে ম্যাচের শেষের দিকে লিভারপুলকে আর আটকে রাখতে পারেনি স্বাগতিক দলের খেলোয়াড়রা।   

ম্যাচের ৭৬তম মিনিটে লেস্টারের ডিফেন্স ভাঙেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তার গোলই জয়ের ব্যবধান গড়ে দেয়। সেই সাথে শিরোপার দিকে আরও একধাপ এগিয়ে গেল অল রেডরা। এদিকে এই ম্যাচ হেরে অবনমন নিশ্চিত হল লেস্টারের। যার ফলে দ্বিতীয় বিভাগ থেকে আসা চলতি মৌসুমে তিন দলই  অবনমনে পড়ে গেল।

 

৩৩ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচ খেলে লিভারপুলের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে আর্সেনাল। ৫৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে নিউক্যাসল ইউনাইটেড।