ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

‘এল লোকো’ খ্যাত আর্জেন্টিনার গোলরক্ষক আর নেই 

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ১২:০৩ পিএম
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কিংবদন্তি গোলরক্ষক হুগো ওরল্যান্ডো গাত্তি। ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কিংবদন্তি গোলরক্ষক হুগো ওরল্যান্ডো গাত্তি।

স্থানীয় সময় রোববার ( ২০ এপ্রিল) ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

গত দুই মাস ধরে কোমরের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি ছিলেন গাত্তি। পরে তার শরীরে নিউমোনিয়া, কিডনি ও হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত পরিবার তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

‘এল লোকো’ বা ‘পাগল’ নামে পরিচিত গাত্তি ছিলেন আর্জেন্টিনার শীর্ষ লিগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডধারী গোলরক্ষক, মোট ৭৬৫টি ম্যাচ। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি ১৯৬২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পেশাদার ফুটবলে খেলেছেন।

বোকা জুনিয়র্সের হয়ে ১৯৭৭ সালে কোপা লিবার্তাদোরেস জেতেন তিনি। ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার মূল গোলরক্ষক হিসেবে বিবেচিত হলেও হাঁটুর চোটে শেষ মুহূর্তে স্কোয়াড থেকে ছিটকে পড়েন।

হুগো গাত্তির প্রয়াণে বিশ্ব ফুটবল হারালো এক অনন্য প্রতিভা ও সাহসী চরিত্রের খেলোয়াড়কে।

সূত্র: এনডিটিভি