সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০১:৪৯ পিএম

‘এইভাবে চললে, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংস হবে’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০১:৪৯ পিএম

‘এইভাবে চললে, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংস হবে’

বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ।। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্থানীয় পর্যায়ের ক্রিকেট ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা-সমালোচনা লেগেই থাকে। যার প্রভাব পড়েছে জাতীয় দলেও। এবার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান।

এই উইকেটরক্ষক ব্যাটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে স্থানীয় ক্রিকেটের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এমন চললে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।’

টাইগার এই ব্যাটার ফেসবুকে লিখেছেন, ‘একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসত। কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যাবসায়িক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়ছে খুলনার লোকাল ক্রিকেটাররা।

নুরুল হাসান সোহানের ফেসবুক পোস্ট 

প্রায় ৮-১০ বছর ধরেই খুলনা কোনো লিগ হচ্ছে না। যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের লোকাল ক্রিকেটাররা। বিভিন্ন সময়ে অনেকে উদ্যোগ নেওয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে।

এসব ব্যক্তির কারণে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে। যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে। এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না।

স্বার্থান্বেষী এ সংগঠকদের কারণে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণরা। এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।’

আরবি/আরডি

Link copied!