এবারের আইপিএলে শুরু থেকেই ছন্দে নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। একইভাবে হতাশ করছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনও। ধারাবাহিক ব্যর্থতায় দুজনই বাদ পড়েছেন দল থেকে।
এই দুই তারকার পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। তার মতে, আইপিএলে সফল হওয়ার জন্য এই দুই ক্রিকেটারের ভেতরে যথেষ্ট ইচ্ছাশক্তি বা উদ্দীপনা দেখা যাচ্ছে না।
এই আসরের নিলামে পাঞ্জাব কিংস গ্লেন ম্যাক্সওয়েলকে ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায়। কিন্তু ব্যাট হাতে শুরুটা একদমই বাজে হয় তার। মোট ৬ ম্যাচে মাত্র ৪১ রান এসেছে তার ব্যাট থেকে, যেখানে তার গড় ৮.২০ এবং স্ট্রাইক রেট মাত্র ১০০–যা টি-টোয়েন্টিতে একেবারেই অস্বাভাবিক। যদিও বল হাতে নিয়েছেন চারটি উইকেট।
অপরদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিলেও লিভিংস্টোন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সাত ম্যাচে করেছেন মাত্র ৮৭ রান, যার মধ্যে আছে একটি মাত্র অর্ধশতক। পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবে তাকেও জায়গা হারাতে হয়েছে একাদশে।
এই অবস্থায় শেবাগ বলেন, ‘আমার মনে হয়, এই দুইজনের ভেতরে জয়ের খিদে নেই। তারা যেন এখানে শুধু সময় কাটাতে এসেছে, একটু ঘুরে ফিরে চলে যাবে। দলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তাদের। কখনোই দলকে চ্যাম্পিয়ন করতে পারেনি এরা।’
তিনি আরও বলেন, ‘অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গে আমি সময় কাটিয়েছি। কিন্তু গুটিকয়েক ছাড়া কেউ আমাকে বোঝাতে পারেনি যে, তারা সত্যিই দলের জন্য কিছু করতে চায়। এই দুজনের মাঝে আমি সেই আগ্রহ দেখি না। শুধু মুখে বড় কথা বলেই ক্ষান্ত– মাঠে তার প্রতিফলন নেই।’