ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

নাহিদের গতির পর মিরাজের ঘূর্ণি, অলআউট জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৪:২৯ পিএম
উইকেট নেওয়ার পর উদযাপন করছেন মুলতান সুলতানের ক্রিকেটাররা ।। ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশি বোলারদের দাপটে ২৭৩ রানে অল আউট হয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট দল। দিনের শুরুতে নাহিদ রানার গতির পর মিরাজের ঘূর্ণির কাছে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। পেসার নাহিদ রানার ৩ উইকেটের পাশাপাশি এদিন স্পিনার মেহেদী মিরাজ নিয়েছেন ৫টি উইকেট।

সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৮০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে জিম্বাবুয়ে। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ১৯১ রান। ফলে প্রথম ইনিংস শেষে ৮২ রানে এগিয়ে আছে রোডেশিয়ানরা।

সোমবার (২১ এপ্রিল) ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন বাংলাদেশের পেসাররা।

ম্যাচের প্রথম দিন কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তোলা জিম্বাবুয়ে আজ প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করেছে ৬৬ রান। নাহিদ রানা ১২ ওভারে ৪৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। বাকি উইকেটটি হাসান মাহমুদের দখলে গেছে।

এরপর দ্বিতীয় সেশনেও যথারীতি দাপট দেখায় বাংলাদেশি পেসাররা। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় সেশনে ৮০ যোগ করেন জিম্বাবুয়ের ব্যাটারা। বিপরীতে বাংলাদেশি বোলাররা তুলে নেন ২টি উইকেট।

দিনের তৃতীয় সেশনের শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটারদের শর্ষে ফুল দেখায় মেহেদী হাসান মিরাজ। একে একে তুলে নেন বাকি ৪টি উইকেট। ফলে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন শন উইলিয়াম। এছাড়া বেনেট করেন ৫৯ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন মেহেদী মিরাজ। এছাড়া নাহিদ রানা নিয়েছেন ৩টি উইকেট। পাশাপাশি খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ নেন একটি করে উইকেট।