ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্থগিত ‘সিরি আ’র ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৫:৩৭ পিএম
পোপ ফ্রান্সিস ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ইতালির শীর্ষ স্থানীয় ফুটবল লিগ সিরি আ-তে নির্ধারিত চারটি ম্যাচ স্থগিত করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রোমের স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

পোপের মৃত্যুর পর ‘সিরি আ’ কর্তৃপক্ষ ম্যাচগুলো স্থগিতের বিষয়টি নিশ্চিত করে। তবে ম্যাচগুলোর পরবর্তী তারিখ ঘোষণা করেনি সংস্থাটি।

সিরি আ-তে স্থগিত হওয়া ম্যাচগুলো হলো, টোরিনো বনাম উদিনেসে, কাগলিয়ারি বনাম ফিওরেন্টিনা, জেনোয়া বনাম লাজিও এবং পার্মা বনাম জুভেন্টাস।

এদিকে, পোপের মৃত্যুর পর বেশ কয়েকটি সিরি আ ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে।

ইতালিয়ান ক্লাব রোম এক বিবৃতিতে জানায়, ‘একটি শোকাবহ ক্ষতি, যা আমাদের শহর এবং পুরো বিশ্বকে গভীরভাবে ব্যথিত করেছে। তাঁর বিশ্বাস, বিনয়, সাহস ও নিষ্ঠা কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তাঁকে আমাদের সময়ের নৈতিক প্রেরণার প্রতীক করে তুলেছে।’

উল্লেখ্য, পোপ বেনেডিক্ট ষোড়শের স্থলাভিষিক্ত হিসেবে ২০১৩ সালে ক্যাথলিক চার্চের দায়িত্ব গ্রহণ করেন পোপ ফ্রান্সিস।