ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৫:৫৯ পিএম
৪৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপ থেকে মুক্ত করেন মমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও মমিনুল হকের দৃঢ়তায় দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

সোমবার (২১ এপ্রিল) ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে নাহিদ রানার গতিতে দিশাহারা হন জিম্বাবুয়ের ব্যাটাররা। এ ছাড়া শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ফাইফারে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।  

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন মেহেদী মিরাজ। এ ছাড়া নাহিদ রানা নিয়েছেন ৩টি উইকেট। পাশাপাশি খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ নেন একটি করে উইকেট।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ১৯১ রান। ফলে প্রথম ইনিংস শেষে ৮২ রানে এগিয়ে যায় রোডেশিয়ানরা।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাদমান ইসলামকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তিন নম্বরে ব্যাট করতে নামা অভিজ্ঞ মমিনুল হক ও ওপেনার মাহমুদুল হাসান জয় সেই চাপ সামাল দেন।

৪২ বলে ২৮ রান করে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় এবং ২৬ বলে ১৫ রান করে অপরাজিত আছেন মমিনুল হক।

আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় প্রথম টেস্টের তৃতীয় দিনে মাঠে নামবে দু’দল।