টেস্ট ক্রিকেটে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড গড়েছেন মমিনুল হক। ক্যারিয়ারে ৬৯ ম্যাচে ৪১টি ক্যাচ নিয়েছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।
সোমবার (২১ এপ্রিল) সিলেট টেস্টের দ্বিতীয় দিনে নাহিদ রানার বলে শর্ট লেগে বেন কারানের ক্যাচ ধরে রেকর্ডটি গড়েন তিনি। এতদিন ৪০ ক্যাচ নিয়ে সতীর্থ মেহেদী হাসান মিরাজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ছিলেন।
ম্যাচের প্রথম দিন ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ব্যর্থ ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের শুরু থেকেই জিম্বাবুয়েকে চাপে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা।
মেহেদী হাসান মিরাজের ফাইফার এবং নাহিদ রানার তিন উইকেটের বদৌলতে শেষ পর্যন্ত ৮২ রানের লিড নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাদমান ইসলামের উইকেট হারালেও মমিনুল হক ও মাহমুদুল হাসান জয়ের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করেছেন টাইগাররা।
আপনার মতামত লিখুন :