ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রেলিগেশন পর্বে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সোমবার (২১ এপ্রিল) বৃষ্টির কারণে ৩৩ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচ।
শাইনপুকুরের হয়ে মিনহাজুল আবেদীনের লড়াকু ফিফটিতে ভর করে দলটি ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালেও জবাবে মিজানুর রহমান ও জাহিদুজ্জামানের দারুণ ব্যাটিংয়ে সহজ জয় পায় ব্রাদার্স।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে শাইনপুকুর। শুরুটা করেন মইনুল ইসলাম। মাত্র ১০ বলে ২৫ রান করে আগ্রাসী শুরু এনে দেন দলকে।
রানার সঙ্গে তার ৩৮ রানের জুটি জমলেও দ্রুত ধস নামে শাইনপুকুর ইনিংসে। পরপর উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা।
এরপর নিয়ন জামান ও শাহরিয়ার সাকিবের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে শাইনপুকুর। দু’জন মিলে ৪০ রানের জুটি গড়লেও আবারও বিপর্যয় নেমে আসে।
তবে এক প্রান্ত ধরে দলকে টেনে নিয়ে যান মিনহাজুল আবেদীন। তার ৫৪ বলে ৫৯ রানের ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কা। তার দৃঢ়তায় ৯ উইকেটে ১৮০ রানে পৌঁছায় দল।
লক্ষ্য তাড়ায় ব্রাদার্সের দুই ওপেনার দ্রুত ফিরে গেলেও তৃতীয় উইকেটে জাহিদুজ্জামান ও মিজানুর রহমান গড়েন ১৩২ রানের ম্যাচজয়ী পার্টনারশিপ। দু’জনই পঞ্চাশের কোটা পেরিয়ে খেলেন দারুণ ইনিংস। মিজানুর তার ৫৬ বলের ইনিংসে মারেন ৪টি চার ও ৫টি ছক্কা, রান করেন ৬৯।
শেষ দিকে সোহাগ গাজী আউট হলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জাহিদুজ্জামান, যিনি ছিলেন ৮৫ রানে (৮৮ বল) অপরাজিত। তিন ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ব্রাদার্স ইউনিয়ন।
আপনার মতামত লিখুন :