প্রথমবারের মতো নেপালে কাবাডি সিরিজ খেলতে গিয়ে টানা দুই হার দেখতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও ২৯-২২ পয়েন্ট ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সোমবার (২১ এপ্রিল) নেপালের লোলিতপুরের সাতদোবাদোয়তে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ নারী কাবাডি দল। যেখানে লড়াই করেও শেষ পর্যন্ত ২৯-২২ পয়েন্ট ব্যবধানে হারে বাংলাদেশের মেয়েরা।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৪১-১৮ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করার চেষ্টায় ছিল বাংলাদেশ। তবে সে চেষ্টা ব্যর্থ হয় প্রথমার্ধে। বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে ছিল বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ। সুপার ট্যাকল করে বেশ কয়েকটি পয়েন্ট আদায় করে নিয়েছে তারা।
দ্বিতীয়ার্ধে ১৪ পয়েন্ট তুলে নেয় শ্রাবনী-বৃষ্টিরা। বিপরীতে নেপাল তোলে ১১ পয়েন্ট। ফলে বাংলাদেশের থেকে ৬ পয়েন্ট এগিয়ে থেকে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
আগামীকাল মঙ্গলবার একই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :