সম্প্রতি বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংস বনাম আবাহনী ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আজ ক্লাব ফুটবলের দুই জায়ান্ট মুখোমুখি হবে ফেডারেশন কাপের শিরোপার লড়াইয়ে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে এ ম্যাচ।
চলতি মৌসুমে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে দুইবারই জয় পেয়েছে আবাহনী। এর মধ্যে সম্প্রতি ফেডারেশন কাপের কোয়ালিফায়ার্স ম্যাচে আবাহনীর মুখোমুখি হয় বসুন্ধরা। রোমাঞ্চকর সেই ম্যাচে টাইব্রেকারে জয় পেয়েছিল আবাহনী।
তা ছাড়া চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে আবাহনী। তবে এসব নিয়ে ভাবতে নারাজ আবাহনী কোচ মারুফুল হক। এ নিয়ে তিনি বলেন, ‘বসুন্ধরা শক্তিশালী একটি দল। তাদের তো আর বলেকয়ে হারানো যায় না। তারপরেও দুই বিদেশি যোগ দেওয়াতে আমাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। এছাড়া শেষ দুটি ম্যাচে আমরা তাদের হারিয়েছি। তাছাড়া সব খেলোয়াড়ের যে নিবেদন দেখেছি, তা আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
তবে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী দেশসেরা এই কোচ। তিনি আরও বলেন, ‘কার্ড সমস্যার কারণে ডিফেন্ডার বাবলুকে পাচ্ছি না আমরা। তারপরেও আমি চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী।’
এদিকে আবাহনীর মনোবলকে সমীহ করছেন বসুন্ধরা কিংসের কোচ ভ্যালেরি তিতে। ফাইনালে আবাহনীকে এগিয়ে রাখলেও শিরোপা ধরে রাখতে বেশ আশাবাদী এই কোচ।
কোয়ালিফায়ার্সে আবাহনীর বিপক্ষে হারের আক্ষেপ নিয়ে এই কোচ বলেন, ‘আমরা আবাহনীর মুখোমুখি হব, যাদের মনোবল অনেক বেশি এবং আমাদের চেয়ে এগিয়ে। তারা শেষ দুটি ম্যাচ জিতেছে (কিংসের বিপক্ষে), যদিও আমরা ম্যাচগুলোতে আধিপত্য বিস্তার করেছি, ফল তাদের পক্ষেই ছিল। দুই সপ্তাহ আগে কাপ (ফেডারেশন কাপ) ম্যাচে আমরা পেনাল্টিতে হেরেছিলাম। আমার মতে, উভয় দলের জন্যই একটি কঠিন ম্যাচ হবে। আশা করি, এবার জয় আমাদের হবে, ছেলেরা ট্রফি ধরে রাখবে।’
আপনার মতামত লিখুন :