চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির সাথে হেরে সরাসরি প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার সুযোগ হারাল হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড।
গতকাল সোমবার (২১ এপ্রিল) গুরুত্বপূর্ণ ম্যাচে শেফিল্ডকে ঘরের মাঠে আতিথ্য দেয় বার্নলি। যেখানে ২-১ গোল ব্যবধানে জিতেছে বার্নলি।
শেফিল্ডের এই হারে চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে লিডস ইউনাইটেড এবং বার্নলি। তবে সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করতে না পারলেও প্লে-অফের মাধ্যমে প্রিমিয়ার লিগে যাওয়ার সুযোগ আছে হামজাদের।
আগের দুই ম্যাচে টানা হারের পর এই ম্যাচ জিততে মরিয়া ছিল হামজারা। এদিন শুরু থেকেই বার্নলির রক্ষণভাগ ভাঙতে মরিয়া চেষ্টা চালায় দলটি। তবে কোনোভাবেই তা সম্ভব হয়নি।
ম্যাচের ২৮তম মিনিটে ঘরের মাঠে নিজেদের প্রথম গোলটি আদায় করে বার্নলি। এর মিনিট দশেক পর শেফিল্ডকে সমতায় ফেরান কেনান।
তবে সমতায় ফিরলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি শেফিল্ডের। প্রথমার্ধের শেষদিকে অ্যানেল আহমেদহদজিচের এক দৃষ্টিকটুভাবে ফাউলে পেনাল্টি উপহার পায় বার্নলি। সেখান থেকেই দ্বিতীয় গোলটি করে তারা।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় হামজারা। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারেনি। এতে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
৪৪ ম্যাচ শেষে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে শেফিল্ড। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ খেলতে হলে হামজাদের প্রথমে ৬ষ্ঠ স্থানে থাকা কভেন্ট্রির সাথে জিততে হবে। এ ছাড়াও প্লে অফে সান্ডারল্যান্ড কিংবা ব্রিস্টল সিটিকে হারাতে পারলেই প্রিমিয়ার লিগের টিকিট মিলবে হামজাদের।
আপনার মতামত লিখুন :