চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির সাথে হেরে সরাসরি প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার সুযোগ হারাল হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। সোমবার (২১ এপ্রিল) গুরুত্বপূর্ণ ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে বার্নলি।
ম্যাচ শেষে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেজাজ হারিয়ে বসেন ‘বাংলাদেশি ব্লেড’ খ্যাত হামজা চৌধুরী। এ সময় হামজাকে শান্ত রাখার জন্য নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ করতে হয়।
এদিন ম্যাচ শেষে জয় উদযাপন করতে মাঠে নেমে পড়েন বার্নলি সমর্থকরা। মূলত তখনই ঘটে এক অপ্রীতিকর ঘটনা।
ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় এক পুলিশ কর্মকর্তা ধাক্কা দেন হামজাকে। এরপরই একজন বার্নলি সমর্থক তাকে সামনে এসে উসকানিমূলক ভঙ্গিতে উদযাপন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন চৌধুরী।
স্কাই স্পোর্টসের সম্প্রচারে দেখা যায়, চৌধুরীকে নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের এগিয়ে আসতে হয়। তাকে জোরপূর্বক টানেলে নিয়ে যাওয়া হয়, যদিও তিনি বারবার ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
এই ঘটনার পেছনে আসল কারণ এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন হামজা। মাঠে উদযাপন করতে আসা কিছু সমর্থকের আচরণই হয়তো এই বাংলাদেশির প্রতিক্রিয়ার কারণ।
উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচ শেষে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে শেফিল্ড। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ খেলতে হলে হামজাদের প্রথমে ৬ষ্ঠ স্থানে থাকা কভেন্ট্রির সাথে জিততে হবে। এ ছাড়াও প্লে অফে সান্ডারল্যান্ড কিংবা ব্রিস্টল সিটিকে হারাতে পারলেই প্রিমিয়ার লিগের টিকিট মিলবে হামজাদের।