ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের আভাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৬:০৩ পিএম
পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই একের পর এক পরিবর্তন আসছে পাকিস্তান ক্রিকেটে। তবে এসব পরিবর্তনের ফলেও মিলছে না সফলতা। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাঠে ভরাডুবির পর নিউজিল্যান্ডের বিপক্ষেও লজ্জাজনকভাবে সিরিজ হেরেছে দলটি।

সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটে অধিনায়ক থেকে শুরু করে কোচ সব ডিপার্টমেন্টেই রদবদল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে এবার পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)।

জানা যায়, আকিব জাভেদের সঙ্গে পথ আলাদা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন আনুষ্ঠানিকভাবে নতুন হেড কোচের সন্ধানে নেমেছে বোর্ড।

আকিভ জাভেদ পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জেসন গিলেস্পির স্থলাভিষিক্ত করেন গ্যারি কার্স্টেনকে। তবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তিনি। দলটির টানা ব্যর্থতার দায় পড়েছে তার ঘাড়ে।

যদিও তিনি নিজেই এই দায়িত্ব পালনে আর আগ্রহী নন বলে জানা গেছে। তা ছাড়া পিসিবি হাই পারফরম্যান্স সেন্টারের প্রধানের দায়িত্বের প্রতি আগ্রহী তিনি।

পিসিবি এবার কোচ নিয়োগে কিছুটা ভিন্ন কৌশল অবলম্বন করতে চাচ্ছে। আগের মতো বড় নামের পেছনে না ছুটে তারা চায় নতুন ও প্রতিশ্রুতিশীল বিদেশি কোচদের নিয়ে কাজ করতে।

তাদের বিজ্ঞপ্তিতে যেসব শর্ত উল্লেখ করা হয়েছে—লেভেল-থ্রি কোচিং সার্টিফিকেট ও অন্তত ১০ বছরের কোচিং অভিজ্ঞতা—তা থেকে বোঝা যায়, তারা অভিজ্ঞতা ও প্রফেশনাল কোচিং স্কিলকে এবার গুরুত্ব দিচ্ছে।