বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৯:০৬ এএম

লিগ টেবিলের শীর্ষে বার্সা

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৯:০৬ এএম

লিগ টেবিলের শীর্ষে বার্সা

মায়োর্কোকে হারিয়েছে বার্সেলোনা। ছবি: রয়টার্স

মায়োর্কোকে হারিয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান পোক্ত করেছে বার্সেলোনা। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে  নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টের লিড নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে ফ্লিকের দল।

মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার দাপটের চিত্র পরিসংখ্যানেও স্পষ্ট। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ৪০টি শট নেয় বার্সেলোনা। এর ১৩টি ছিল লক্ষ‍্যে, যার ১২টি ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক লিও রোমান। অন‍্য দিকে সফরকারীরা চার শটের কোনোটিই লক্ষ‍্যে রাখতে পারেনি।

সেল্তা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলে জয় পাওয়া ম‍্যাচ থেকে ৭টি পরিবর্তন আনেন ফ্লিক। ছয় মাসের মধ‍্যে প্রথমবার শুরুর একাদশে নামেন আনসু ফাতি। বাইরে থাকেন রাফিনিয়াসহ প্রথম পছন্দের বেশ কয়েকজন।

ঘরের মাঠে দ্বাদশ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বার্সেলোনা। ডি বক্সের বাইরে থেকে ফেররান তরেসের জোরাল শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক রোমান। ফিরতি বলে লামিনে ইয়ামালের শটও ব‍্যর্থ করে দেন তিনি।

সাত মিনিট পর এক্তর ফোর্তের শট কর্নারের বিনিময়ে ফেরান রোমান। কর্নারে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি তরেস। তিনি ছেড়ে দিলেই সুযোগ পেতেন রোনাল্দ আরাউহো, পেছনে আরও ভালো জায়গায় ছিলেন উরুগুয়ে ডিফেন্ডার।

২৭তম মিনিটে ইয়ামালের দুর্দান্তে পাসে সুযোগ পান ওলমো। স্প‍্যানিশ মিডফিল্ডারের শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন মায়োর্কা গোলরক্ষক।

দুই মিনিট পর গাভির শট মায়োর্কার একজনের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লেগে ফেরে। পরের মিনিটে ইয়ামালের শট রোমান ঝাঁপিয়ে ফেরানোর পর বিপজ্জনক জায়গা বল পেয়ে যান আরাউহো। কিন্তু তিনি শট লক্ষ‍্যে রাখতে পারেননি।

৩১তম মিনিটে এরিক গার্সিয়ার শট পা দিয়ে ঠেকান মায়োর্কা গোলরক্ষক। ফিরতি বলে ওলমোর শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।

৪১তম মিনিটে ১৫ সেকেন্ডের মধ‍্যে বার্সেলোনার চারটি শট ঠেকিয়ে দেয় মায়োর্কা। দুটি সেভ করেন গোলরক্ষক, বাকি দুটি ব্লক করেন দুই জন ডিফেন্ডার।

তিন মিনিট পর পেদ্রির ডিফেন্স চেরা পাসে বল পেয়ে দুরূহ কোণ থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি ফাতি।

৪৫তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠায় মায়োর্কা। কিন্তু অফসাইডের জন‍্য মেলেনি গোল।

প্রথমার্ধে গোলের জন‍্য ২৪টি শট নেয় বার্সোলনা, এর ছয়টি ছিল লক্ষ‍্যে। তবুও মেলেনি গোল। মায়োর্কা গোলের জন‍্য এই সময়ে কোনো শটই করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই শেষ হয় বার্সেলোনার অপেক্ষা। বিরতির পর নিজেদের প্রথম আক্রমণেই এগিয়ে যায় স্বাগতিকরা। গার্সিয়ার কাছ থেকে ডি বক্সে বল পান ওলমো। ব্লক করে পা বাড়িয়ে দিয়েছিলেন মায়োর্কা ডিফেন্ডার। তার পায়ের ওপর দিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন স্প‍্যানিশ মিডফিল্ডার।

৫০তম মিনিটে ফাতির গতিময় শট ঝাঁপিয়ে ঠেকান রোমান। পাঁচ মিনিট পর হুয়ান মোহিকার ফ্রি কিকে আন্তোনিও রাইয়োর হেড বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। গোলের জন‍্য ম‍্যাচে এটাই মায়োর্কার প্রথম শট।

৭৯তম মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়ামাল। পেদ্রির রক্ষণ চেরা পাসে গোলরক্ষককে একা পান স্প‍্যানিশ তারকা। কিন্তু রোমানকে পার করতে পারেননি তিনি।

পরের মিনিটে পাউ ভিক্তরের গতিময় শট ফেরান মায়োর্কা গোলরক্ষক। পরে ইয়ামালের শটও ব‍্যর্থ করে দেন তিনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফের ভিক্তরের শট ফেরান রোমান।

বাকি সময়ে বল দখলে রেখে কাটিয়ে দিয়ে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাতে আছে মায়োর্কা।

Link copied!