আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাথে তর্কে জড়িয়ে এবং ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে বিতর্কিত মন্তব্য করে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তাওহীদ হৃদয়। তবে বিসিবির টেকনিক্যাল কমিটি হৃদয়ের নিষেধাজ্ঞা এক ম্যাচে কমিয়ে এনেছে। এতে ক্ষোভে বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই আম্পায়ার।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী বনাম মোহামেডান ম্যাচে আম্পায়ারের সাথে অসদাচরণ করেন হৃদয়। সেই ম্যাচে তানভীর আহমেদের সাথে আম্পায়ার হিসেবে ছিলেন শরফুদ্দৌলাও। মূলত তাঁর সঙ্গে অসদাচরণের শাস্তিই দেওয়া হয় জাতীয় দলের ক্রিকেটার হৃদয়কে।
জানা গেছে, মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ হৃদয়ের শাস্তি কমানোর জন্য টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করেছিলেন। তবে তাতে সাড়া দেয়নি তারা।
পরে সিসিডিএম ও টেকনিক্যাল কমিটিকে উপেক্ষা করে বিসিবির আম্পায়ারস বিভাগ হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্ত নেয়।
মূলত নিয়ম ভেঙে হৃদয়ের এই শাস্তি কমানোর সিদ্ধান্তের কারণেই বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সৈকত।
উল্লেখ্য, আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম আম্পায়ার সৈকত। গত বছর জায়গা পাওয়ার পর এ বছরও জায়গা ধরে রেখেছেন। তার নির্ভুল আম্পায়ারিং প্রশংসা কুড়িয়েছে বিশ্বব্যাপী।
আপনার মতামত লিখুন :