সিলেট টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাগড়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনের ২২ গজে ব্যাটারদের আত্মাহুতির পর মাত্র ২৫৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে প্রথম টেস্ট জিততে জিম্বাবুয়ের প্রয়োজন ১৭৪ রান।
এর আগে সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন মমিনুল হক। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা নেন তিনটি করে উইকেট।
বাংলাদেশের ১৯১ রানের জবাবে প্রথম ইনিংসে ২৭৩ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে। এতে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের লিড দাঁড়ায় ৮২ রানে।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের হয়ে অর্ধশতক হাঁকান ব্রায়ান বেনেট ও শন উইলিয়াম। ৬৪ বল ৫৭ রান করে বেনেট বিদায় নিলে ১০৮ বলে ৫৯ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন উইলিয়ামস। এছাড়া নিয়াশা মায়াভো ৩৫ ও ওয়েসলি মাধেভেরে ২৪ রান করেন।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫টি এবং নাহিদ রানা ৩টি উইকেট শিকার করেন।
জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের বাকি সময়ে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তোলে বাংলাদেশ। তবে তৃতীয় দিনে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এদিন নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হলেও আরও তিন উইকেট হারায় টাইগাররা।
বৃষ্টির কারণে চতুর্থ দিনও খেলা শুরু হতে দেরি হয়। তবে এবারো ব্যাট হাতে ব্যর্থ টাইগাররা। ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই হারায় শান্তকে, ১০৫ বলে যিনি করেন ৬০ রান। এরপর জাকের ছাড়া কেউ তেমন প্রতিরোধ গড়তে পারেননি। হাসান মাহমুদ ৫৮ বলে ১২ রান করেন। শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে ১১১ বলে ৫৮ রান করেন জাকের।
জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি একাই শিকার করেন ৬টি উইকেট।
আপনার মতামত লিখুন :